শেষ পর্যন্ত টুইটার কিনে নিয়েছেন আমেরিকান ধনকুবের ইলন মাস্ক। সামাজিক এ মাধ্যমটি কেনার পরপরই কর্মী ছাটাই শুরু করেন ইলন। দীর্ঘ সময় ধরে টুইটারে কাজ করার পর হঠাৎ এমন বিচ্ছেদ মিনে নিতে পারছেন না অনেকেই। ব্যথিত অনেকেই। তেমনই একজন এলেন ফিলাডেলফো।
তবে হঠাৎ টুইটার থেকে তার কাছে উপহার পাঠানো হয়েছে। উপহার পেয়ে বেশ বিস্মিত হয়েছেন তিনি। টুইটারের ১০ বছর পূর্তি উপলক্ষে তাকে এ শুভেচ্ছা উপহার পাঠানো হয়েছে। উপহারের সাথে পাঠানো হয় একটি চিরকুট। ওই চিরকুটে লেখা ছিল- ‘‘টুইটারে ১০ বছর পূর্তির জন্য আপনাকে অভিনন্দন! আগামী বছর আপনি নতুন কী করতে চলেছেন, তা জানতে এখন থেকেই মুখিয়ে আছি আমরা। মনে রাখবেন, আমরা এক পরিবারের সদস্য।’’
সদ্য টুইটার থেকে প্রায়ত হওয়া এলেন নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন টুইটারেই। এলেন লিখেছেন, ‘‘আজ একটা বিশেষ উপহার পেলাম। প্রথমে ভেবেছিলাম ভুল করে এসেছে। পরে তারিখ আর নাম দেখে নিশ্চিত হই।” উপহার হিসেবে একটি কাছের টুকরো পাঠানো হয়, যেখানে খোদাই করে ১০ সংখ্যাটি লেখাছিল। ছাটাই হওয়ার ২ দিন পর উপহারটি পান তিনি।