কাতার বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে অন্যতম ফেভারিট দল ব্রাজিল। প্রাথমিকভাবে ২৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। মাত্র ২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা পেদ্রোও ডাক পেয়েছেন তাতে। দলে ডাক পেয়েই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। সামাজিক মাধ্যমে তার এ ভিডিওটি ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়- প্রেমিকাসহ পরিবারের সদস্যদের নিয়ে উৎকণ্ঠা নিয়ে টিভির সামনে বসে আছেন। পর্দায় ভেসে উঠল দল ঘোষণা করতে আসলেন ব্রাজিল কোচ তিতে। নিজের নাম শুনতেই লাফিয়ে ওঠেন পেদ্রো। প্রেমিকা ও তার মা এসে জড়িয়ে ধরেন। অন্য ভিডিওতে দেখা যায়, প্রেমিকাকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিচ্ছেন পেদ্রো। প্রেমিকাও প্রস্তাব মেনে নিয়ে আংটি পরে নেন।
নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, গ্যাব্রিয়েল জেসুসদের মতো তারকা স্ট্রাইকারদের টপকে প্রথম একাদশে পেদ্রোর সুযোগ পাওয়া বেশ কঠিন হবে সেটা সহজ অনুমেয়। তবে সেটা নিয়ে ভাবছেন না পেদ্রো। তিনি বলেছেন, ‘আমি শৈশবের স্বপ্ন পূরণ করেছি। বিশ্বকাপ বড় প্রতিযোগিতা। সবাই অসাধারণ ফুটবলার। জায়গা পাওয়া নিয়ে চিন্তা নেই। পেছনে ফিরে তাকিয়ে দেখুন, কিসের মধ্য দিয়ে আমি গিয়েছি। চোটের কারণে দলে ডাক পাচ্ছিলাম না। ফ্ল্যামেঙ্গোতেও বাজে সময় কাটিয়েছি। স্রষ্টাকে ধন্যবাদ, এ সুযোগটা পেয়েছি। এখন শুধু বিশ্বকাপে মনোযোগ দেওয়ার সময়। কারণ আমরা ষষ্ঠ শিরোপা জিততে চাই।’