খেলাটা কী নিয়ে, জানালেন ওবায়দুল কাদের

০৯ নভেম্বর ২০২২

ইদানিং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিভিন্ন জায়গায় তার বক্তব্যে বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, আগামী ডিসেম্বরে খেলা হবে। মাঠে আসুন। এবার কী নিয়ে খেলা হবে, সেটা স্পষ্ট করেছেন ওবায়দুল কাদের নিজেই।

‘খেলা হবে বলতে বুঝিয়েছি- বিএনপির অনিয়ম দুঃশাসন, হাওয়া ভবনের  কেলেঙ্কারি, আগুন সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে। এটা একটা পলিটিক্যালি রিউমার।’ বলছিলেন ওবায়দুল কাদের।

বুধবার (৯ নভেম্বর) রাজধানী ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ সব কথা বলেন। খেলা প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, এটা নরেন্দ্রমোদী (ভারতের প্রধানমন্ত্রী), মমতা (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী) বলেছেন, খেলা হবে। দেশের মানুষও মনে করে বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। বিএনপি এখন সভা সমাবেশ করছে, সামনে আগুন নিয়ে খেলবে। তবে আমাদের খেলা আগুন নিয়ে নয়।

‘রাস্তায় চলাচলের সময় আমার গাড়ি দেখলেই ফুল বিক্রেতারা বলে ওঠে ‘খেলা হবে’- যোগ করেন ওবায়দুল কাদের।

এমকে


মন্তব্য
জেলার খবর