অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল বলেছেন, ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে থেকে মোট সাত কিস্তিতে সাড়ে চার বিলিয়ন (সাড়ে চারশ’ কোটি) ডলার ঋণ পাবে বাংলাদেশ। প্রথম কিস্তি পাওয়া যাবে আগামী ফেব্রুয়ারিতে। সংস্থাটির কাছে থেকে যেভাবে চাওয়া হয়েছে, সেভাবেই এ ঋণ পাওয়া যাচ্ছে। মোট ঋণের ওপর গড় সুদ হবে ২ দশমিক ২ শতাংশ।
বুধবার (৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন মন্ত্রী। তার আগে আইএমএফের প্রতিনিধি দল তার সঙ্গে বৈঠক করেন।
কিস্তি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, প্রথম কিস্তিতে পাওয়া যাবে ৪৪৭ দশমিক ৪৮ মিলিয়ন ডলার। এর ছয় মাস পরপর প্রতি কিস্তিতে পাওয়া যাবে ৫৫৯ দশমিক ১৮ মিলিয়ন।
ঋণ পরিশোধ প্রসঙ্গে মন্ত্রী মুস্তফা কামাল বলেন, পাঁচ বছরের গ্রেস পিরিয়ড দিয়ে পরবর্তী ১০ বছরের মধ্যে পরিশোধ করতে হবে এ ঋণ। ঋণ পাওয়ার ক্ষেত্রে আইএমএফের পক্ষ থেকে কোনও শর্ত দেওয়া হয়নি বলেও জানান তিনি।
এমকে