নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত মতো দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেড়শ’ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা, না করা নিয়ে এখন সংশয় সৃষ্টি হয়েছে। কারণ, আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে প্রস্তাবিত ইভিএম প্রকল্প পাস না হলে দেড়শ’ আসনে ইভিএমে ভোট সম্ভব হবে না। সে ক্ষেত্রে ইসির হাতে থাকা দেড় লাখ ইভিএম নির্বাচনে ব্যবহার করা হবে। বুধবার (৯ নভেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীরের দেওয়া তথ্যে এ সব জানা গেছে,
মো. আলমগীর বলেন, বিদেশ থেকে ইভিএম ক্রয়ে মধ্য জানুয়ারির মধ্যে অর্ডার দিতে হবে। না হলে নির্বাচনে ইভিএম ব্যবহার সম্ভব হয়ে উঠবে না। তিনি জানান, নতুন দুই লাখ ইভিএম কিনতে ৮ হাজার ৭১১ কোটি টাকা একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠায় ইসি। পরিকল্পনা কমিশন ওই প্রকল্প প্রস্তাবের ব্যয় যৌক্তিক করার পরামর্শ দিয়েছে। প্রকল্প অর্থনৈতিক সক্ষমতার ওপর নির্ভর করে। পরিকল্পনা কমিশন বা অর্থ মন্ত্রণালয় কত টাকা দিতে পারবে, তার ওপর এটা নির্ভর করে।
নির্বাচন কমিশনার মো. আলমগীর আরও বলেন- প্রকল্প অনুমোদনের পর কার্যাদেশ দেওয়া, এলসি খোলা, যন্ত্রাংশ দেশে আনা, মান পরীক্ষা করা, সংশ্লিষ্টদের প্রশিক্ষণ, ইভিএম ব্যবহারের জন্য প্রস্তুত, মাঠে পাঠানো— এ সব কাজ করতে হবে। ১৫ জানুয়ারির মধ্যে প্রকল্প অনুমোদন না হলে নতুন ইভিএম নির্বাচনে ব্যবহার করা সম্ভব না।
এমকে