রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশসহ পুরো বিশ্ব মূল্যস্ফীতির চাপে আছে। এ বছর ৯ শতাংশে দাঁড়াবে দেশের মূল্যস্ফীতি। সামষ্টিক অর্থনীতির দিক থেকে এখন চ্যালেঞ্জের মুখে আছে দেশ। বুধবার (৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের দেওয়া তথ্যে এ সব জানা গেছে। এর আগে অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামালের সঙ্গে বৈঠক করে এ প্রতিনিধি দল।
আইএমএফ প্রতিনিধিরা আরও জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে দাম বেশি সব পণ্যের। ফলে আমদানির পণ্য আনতে হচ্ছে বেশি দামে। বাংলাদেশও এর বাইরে নয়।
গত ২৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসে এ প্রতিনিধি দল, ১০ সদস্যের দলের নেতৃত্ব দেন রাহুল আনন্দ। ৯ নভেম্বর পর্যন্ত সফরের শেষ দিনে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আইএমএফ প্রতিনিধিরা। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশকে ঋণ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানান তারা।
এদিকে একই সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল জানান, বাংলাদেশেকে ৪ দশমিক ৫ বিলিয়ন (৪৫০ কোটি) ডলার ঋণ সহায়তা দেবে আইএমএফ। ৪২ মাসে পুরো ঋণটা দেওয়া হবে ৭ কিস্তিতে, প্রথম কিস্তি পাওয়া যাবে আগামী ফেব্রুয়ারিতে। প্রথম কিস্তিতে ৪৪৭ দশমিক ৪৮ মিলিয়ন ডলার পাওয়া যাবে। এরপর ছয় মাস পর পর প্রতি কিস্তিতে পাওয়া যাবে ৫৫৯ দশমিক ১৮ মিলিয়ন। পাঁচ বছরের গ্রেস পিরিয়ড দিয়ে পরবর্তী ১০ বছরের মধ্যে এ ঋণ পরিশোধ করতে হবে, মোট ঋণে গড় সুদ হবে ২ দশমিক ২ শতাংশ। ঋণ পাওয়ার ক্ষেত্রে আইএমএফের পক্ষ থেকে কোনও শর্ত দেওয়া হয়নি বলেও জানান অর্থমন্ত্রী।
এমকে