১৩ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। তবে শুরুটা ফাইনালে যাওয়ার মতো করেনি পাকিস্তান। নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরে যায় ইমরান খানের উত্তসূরীরা। প্রথম রাউন্ড থেকে বিদায়ের আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বজয়ের পথে শেষ ধাপে পৌঁছালো তারা।
বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারায় পাকিস্তান। এ জয়ে ফাইনাল নিশ্চিত হয় দলটির। মেলবোর্নে আজ ফাইনালের আরেক প্রতিপক্ষ নির্ধারিত হবে।
এদিন প্রথমে ব্যাট করে ১৫৩ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান। ব্যাট হাতে বাবর আজম করেন ৫৩ রান। ৪২ বলে তার ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি। রিজওয়ান উপহার দেন ৫৭ রানের আরেকটি চমৎকার ইনিংস। সেই সঙ্গে ৩০ রানের ইনিংস খেলেন মোহাম্ম হারিস। শান মাসুদ করেন ৩ রান।
এর আগে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ১৫২ রান তুলছে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেছেন মিচেল। ৩৫ বলে তার ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও একটি ছক্কা।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ২০ ওভারে ১৫২/৪ (অ্যালেন ৪, কনওয়ে ২১, উইলিয়ামসন ৪৬, ফিলিপস ৬, মিচেল ৫৩, নিশাম ১৬; আফ্রিদি ৪-০-২৪-২, নেওয়াজ ২-০-১২-১, শাদাব ৪-০-৩৩-০, হারিস ৪-০-৩২-০, নাসিম ৪-০-৩০-০)।
পাকিস্তান : ১৮.১ ওভারে ১৫৩/৩(বাবর ৫৩, রিজওয়ান ৫৭, হারিস ৩০, শান মাসুদ ৩, ইফতেকার ০ ; ইশ শোধি ৪-০-২৬-০, বোল্ট ৪-০-৩৩-২, সাউদি ৩.১-০-২৪-০, স্যান্টনার ৪-০-২৬-১, ফার্গুসন ৪-০-৩৭-০)।
ফল : ৭ উইকেটে জয়ী পাকিস্তান।
ম্যান অব দ্য ম্যাচ : মোহাম্মদ রিজওয়ান।