সাড়ে ১২ হাজার টন চিনি আমদানি করবে সরকার

১০ নভেম্বর ২০২২

ব্রাজিল থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে এ চিনি বিক্রি করা হবে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে বিষয়টি সংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, এ চিনি আমদানিতে সরকারের ব্যয় হবে ৬৫ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ৩৩৭ টাকা। মার্কিন ডলারে এ অর্থের পরিমাণ দাঁড়ায় ৬৫ লাখ ৫২ হাজার ৬২৫। প্রতি টন চিনির দাম পড়বে ৫২৪ মার্কিন ডলার।

এমকে

 


মন্তব্য
জেলার খবর