সংঘবদ্ধ ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

১০ নভেম্বর ২০২২

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশায় বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ও ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর দুইটায় বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানবন্ধন হয়। ভুক্তভোগীর বিদ্যালয়সহ বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানবন্ধনে বক্তব্য দেন- বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ হাফিজুর রহমান, বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আসাদুজ্জামান, বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক লুৎফুর রহমান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ প্রমুখ।

 

সাদ্দাম হোসেন/এমকে

 


মন্তব্য
জেলার খবর