সমাবেশে লাঠি নিয়ে কেন আসতে হবে?

১০ নভেম্বর ২০২২

রাজধানী ঢাকায় ডিসেম্বরে আহুত বিএনপির সমাবেশ প্রসঙ্গে আওযামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সমাবেশে লাঠি নিয়ে কেন তাদের নেতাকর্মীদের আসতে হবে?  তারা লাঠির সঙ্গে জাতীয় পতাকা বেঁধে আন্দোলন করবে- এটাও আরেক সন্ত্রাস, এটা বন্ধ করতে হবে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানী ঢাকার জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে  এ সব কথা বলেন। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের।

বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা সরকারে থাকতেও গণতন্ত্রের ক্ষতি করেছিল। বিরোধী দলে গিয়েও গণতন্ত্রের ক্ষতি করেছে। গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন- এটা কোনও ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন নয় যে, রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি, এ লড়াই অব্যাহত থাকবে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর