প্রয়োজনে আইএমএফ থেকে আরও ঋণ নেবে সরকার

১০ নভেম্বর ২০২২

বিশ্বের টালমাটাল পরিস্থিতির জন্য এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নিতে হয়েছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা ঋণ নিতে চাই না। তবে দেশের, জনগণের প্রয়োজন হলে অবশ্যই আরও ঋণ পাবো। সদস্য রাষ্ট্র হিসেবে প্রয়োজন অনুযায়ী আইএমএফ’র কাছ থেকে আরও ঋণ নিতে পারবো।

বৃহস্পতিবার (১০ নভেম্বর)  সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ সব কথা বলেন। রাজধানী ঢাকার ফার্মগেইট এলাকায় ডেইলি স্টার কার্যালয়ে প্রতিবন্ধী নারীদের প্রতি নির্যাতন ও সহিংসতা প্রতিরোধবিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী।

মন্ত্রী এম এ মান্নান বলেন, প্রয়োজনের তুলনায় কম হলে কোনো ঋণই পর্যাপ্ত নয়। আইএমএফ’র ঋণ প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত মনে করেই অর্থমন্ত্রণালয় এ ঋণ চেয়েছে। বর্তমান পরিস্থিতি আরও এক বছর চলতে থাকলে হয়তো বা আরো ঋণ নিতে হতে পারে। তিনি বলেন,  আমাদের কাজ হচ্ছে- আইএমএফ’র দেওয়া ঋণের অর্থকে যথাযথভাবে কাজে লাগানো। ঋণ যথা সময়ে পরিশোধ করা। ঋণ পরিশোধে অতীত রেকর্ড ভালো, এখনও ভালো- যোগ করেন মন্ত্রী এম এ মান্নান।

এমকে

 


মন্তব্য
জেলার খবর