সমাজের কোনো স্তরের কোনো মানুষই অপাঙক্তেয়, অবহেলিত থাকবে না। করবে না মানবেতর জীবনযাপন। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এটাই তার সরকারের লক্ষ্য এবং সেটাই করে যাচ্ছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অনুদান গ্রহণ অনুষ্ঠানে এ সব কথা বলেন। শীত মৌসুমে শীতার্ত মানুষের সহায়তায় কম্বল ও শীতবস্ত্র দেওয়ার লক্ষ্যে এ অনুদান নেওয়া হয়।
শেখ হাসিনা বলেন, ‘সাধারণ মানুষ; একেবারে সর্বস্তরের বিভিন্ন মানুষ যে যেখানে আছে, তাদের জীবনমান উন্নতের ব্যবস্থা করে দিচ্ছে তার সরকার। প্রধানমন্ত্রীর বক্তব্যে তার সরকারের টানা মেয়াদে ক্ষমতায় থাকার ফলে দেশের আর্থসামাজিক উন্নয়ন ওঠে আসে। বলেন, একটানা ১৪ বছর, দীর্ঘ সময়টা থাকাতে অন্তত দেশের উন্নয়ন করা হয়েছে। আল্লাহর রহমতে পরপর তিনবার থাকাতে এখন উন্নয়নগুলি দৃশ্যমানও হচ্ছে।
এমকে