জনবল নিয়োরে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই), সাভার, ঢাকা। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নেবে। নবম গ্রেডে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনেই। আবেদন শুরু হয়েছে ১০ নভেম্বর থেকে। আদেন করা যাবে ২৫ নভেম্বর, ২০২২ পর্যন্ত।
পদের নাম: সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন গ্রেড: ৯
বয়সসীমা
আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের বয়স সর্বোচ্চ ৩০ বছর।
আবেদন যেভাবে করবেন
আগ্রহী প্রার্থীদের এ (http://blri.teletalk.com.bd/) ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিএলআরআইয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ৬০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ৬১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।