ঋণ দেওয়ায় বিএনপির গাত্রদাহ শুরু: ওবায়দুল কাদের

১১ নভেম্বর ২০২২

আইএমএফ বাংলাদেশকে ঋণ দেওয়ায় বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, রাজনৈতিক দেউলিয়াত্ব থেকে এ ঋণ নিয়ে রাজনীতি করছে তারা, বিভ্রান্তমূলক মন্তব্য করছে। শুক্রবার (১১ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন। আইএমএফ-এর ঋণ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যকে ‘অবান্তর ও উদ্দেশ্যপ্রণোদিত’  মন্তব্য করে এর  নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ঋণ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঋণ পরিশোধের সামর্থ্য আছে বলেই বাংলাদেশকে ঋণ প্রদানে সম্মত হয়েছে আইএমএফ। এ ঋণ জনগণের বোঝা না হয়ে সংকট মোকাবিলায় সহায়ক হিসেবে বিবেচিত হবে।

ঋণ নেওয়া প্রেক্ষাপট তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে  বিশ্ব অর্থনীতিতে এক চরম অস্থিরতা দেখা দিয়েছে।  বাংলাদেশ বিচ্ছিন্ন কোনও দ্বীপ না হওয়ায় এর অভিঘাতে জর্জরিত হচ্ছে দেশের অর্থনীতিও। এ সংকট মোকাবিলা করে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার মধ্য দিয়ে দেশের মানুষকে স্বস্তি দিতে সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আইএমএফ-এর কাছ থেকে ঋণ নিয়েছে সরকার।

এমকে

 


মন্তব্য
জেলার খবর