বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- এইট পাস আর মেট্রিক ফেল দিয়ে দেশ চালালে দেশের উন্নতি হয় না, সেটাই তার সরকার প্রমাণ করেছে। ওরা যত কথাই বলুক, বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো।
শুক্রবার (১১ নভেম্বর) রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সমাবেশে এসব কথা বলেন। যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে এ সমাবেশ হয়। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তরুণ সমাজেরই সমাবেশ বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা তার বক্তব্যে তার সরকারের টানা মেয়াদে দেশের আর্থ-সামাজিকখাতে নানামুখী অগ্রগতি ও অর্জনের কথা তুলে ধরেন। বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। রাস্তাঘাট পুল ব্রিজের উন্নতি করায় যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব সাফল্য এসেছে। শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নসহ আধুনিক প্রযুক্তিশিক্ষা প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেওয়া, সমগ্র বাংলাদেশে হাইটেক পার্ক তৈরি করা, সফটওয়্যার টেকনোলজি পার্ক, আইটি ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা তৈরিসহ নানা উদ্যোগের কথাও তুলে ধরেন এ সময় সরকার প্রধান।
যুবলীগের নেতাকর্মীর উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, জাতির পিতার স্বপ্ন পূরণের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই হবে সবার প্রত্যয়, প্রতিজ্ঞা।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সমাবেশে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।
এমকে