কক্সবাজার সমুদ্র সৈকতে জোয়ারে এসেছে মৃত জেলিফিশ

১১ নভেম্বর ২০২২

কক্সবাজারে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে জোয়ারের পানিতে এসেছে মৃত সাদা নুইন্যা (সাদা জেলিফিশ)। শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত এগুলো ভেসে আসে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের একদল গবেষক। গবেষণা দলে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানপের মহাপরিচালক ও সমুদ্র বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দার।

কী কারণে জেলিফিশ মারা গেছে, বা ভেসে এসেছে তা তাৎক্ষণিক জানাতে পারেননি বিজ্ঞানীরা। তবে তারা বলছেন, স্রোতের বিপরীতে জেলিফিশ সাঁতার কাটতে পারে না। এ কারণে জোয়ারে আসা জেলিফিশ ভাটার সময় সৈকতে আটকা পড়তে পারে, জেলেদের জালেও আটকা পড়ে মারা যেতে পারে।

এমকে


মন্তব্য
জেলার খবর