শাকিবের বাড়িতে হামলা

১২ নভেম্বর ২০২২

শাকিব খানের বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ শাকিব খানের পূবাইলের বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাড়ির কেয়ারটেকার শরীফুল ইসলাম।

 

পুবাইলের পুলিশ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, 'স্থানীয় লোকজনের কাছ খবর পেয়েই দুষ্কৃতী হামলার বিষয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশের একটি টিম যায়। তবে এখনও বিস্তারিত কিছুই জানতে পারিনি। আমরা ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছি। আমরা ঘটনাটি গুরুত্বের তদন্ত করছি।'

 

জানা যাচ্ছে, শাকিবের বাড়িতে এ দুষ্কৃতী হামলায় বিশেষ কিছুই চুরি যায়নি। চুরি গিয়েছে একটা পুরনো অকেজো মোটর। বাড়ির নিরাপত্তারক্ষীরা টের পাওয়ার পর তারা চিৎকার শুরু করলেই দুষ্কৃতীরা পালিয়ে যায়।

 

শাকিবের পূবাইলের এ বিলাসবহুল বাড়িটি মূলত সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওর শ্যুটিংয়ের কাজেই ব্যবহৃত হয়ে থাকে। আর শ্যুটিংয়ের প্রয়োজনেই  ওই বাড়িতে মূল্যবান আসবাব, এসি, জেনারেটরও রাখা রয়েছে।


মন্তব্য
জেলার খবর