মন্তব্য
তিন মাস হলো পরীমণি ও সরিফুল রাজের ছেলের। নীল, সাদা, কালো বেলুনে সাজানো চারিদিক। সঙ্গে মানানসই ফুল। সামনে টেবিলে রাখা বাহারি কেক। কেকে আবার হাতি, গরু নানা রকমের পশুপাখিও আছে। মা হওয়ার তিন মাস। উদ্যাপন না করলে কি চলে? ছেলে কোলে জমিয়ে তিনমাসের উদ্যাপন হল। ছবি তুললেন রাজ।
স্বামী রাজের সঙ্গে মিমের ‘মাখামাখি’ নিয়েই প্রকাশ্যে মুখ খুলেছিলেন নায়িকা। স্বামীর পরকীয়ার জেরে সংসারে ঝামেলা আর কারও অজানা নয়। কিন্তু সেই অশান্তির প্রভাব যে সন্তানের উপর ফেলতে দেবেন না এ ছবি যেন সেই আভাসই দেয়।