শনাক্ত ৫৬ জন

০২ এপ্রিল ২০২২

শনিবার (২ এপ্রিল) সকাল ৮টা  পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত কারো মৃত্যু হয়নি। এ সময়ে নমুনা পরীক্ষায় রোগটি শনাক্ত হয়েছে ৫৬ জনের।  শনিবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় শূন্য দশমিক ৮৮ শতাংশ নমুনায় করোনার উপস্থিতি ছিল। নমুনা সংগৃহীত হয়েছে ছয় হাজার ৩৫০টি, পরীক্ষা হয়েছে ছয় হাজার ৩৬৭টি। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭১৭ জন।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৯ লাখ ৫১ হাজার ৭১৪ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২২ জন। সুস্থ হয়ে উঠছেন ১৮ লাখ ৮২ হাজার ৯১৪ জন। শনাক্তের হার ১৪ দশমিক ১০। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ৭৮৭টি।

এমকে

 


মন্তব্য
জেলার খবর