বিএনপি এখন যতই বলুক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসবে না, কিন্তু সময় হলে তারাসহ সব রাজনৈতিক দলই এ নির্বাচন অংশ নেবে। এমনটাই মনে করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। শনিবার (১২ নভেম্বর) এনজিও প্রতিষ্ঠান কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন। রাজধানী ঢাকার নটরডেম কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।
কৃষিমন্ত্রী বলেন, ২০২৩ সালে দেশে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন হবে। সরকার এ বিষয়ে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দেবে।
মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন- ধর্মের নামে কিছু জঙ্গি, ধর্মান্ধ, বিএনপিসহ কিছু রাজনৈতিক দল সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে; সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে। নির্বাচনে না যাওয়ার কথা বলে আন্দোলন-সংগ্রামের নামে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
জনগণের নির্বাচিত সরকার এখন ক্ষমতায় উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, সরকারের মৌলিক দায়িত্ব রাজনৈতিক-সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা। যে কোনও মূল্যে সরকার এটা করবে।
এমকে