প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তার সরকার একটা টাকাও অপচয় করে না। বরং সব টাকা জনগণের কল্যাণে খরচ করে। শনিবার (১২ নভেম্বর) ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে রিজার্ভের টাকা খরচ প্রসঙ্গে বলতে গিয়ে এ কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে এ সেতুর উদ্বোধন করেন। ২৪ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ৫৫৩ কোটি ৪ লাখ টাকা টাকা।
রিজার্ভের টাকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন. রিজার্ভ যা খরচ করেছি জনগণের কল্যাণে, জনগণের মঙ্গলে। করোনার ভ্যাকসিন কিনেছি। কোনও উন্নত দেশ বিনা পয়সায় টেস্ট, ভ্যাকসিন না দিলেও আমরা বিনাপয়সায় টেস্ট করিয়েছি, টিকা দিয়েছি। খাদ্যশস্য, জ্বালানি তেলসহ এখনও যা কিছু আমদানি করতে হচ্ছে, সব কিছুর দাম বেড়ে গেছে। রিজার্ভের অর্থ থেকে বিমান কেনা হয়েছে, নদীতে ড্রেজিং করা হয়েছে, উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে বলেও জানান শেখ হাসিনা। অন্য দেশের ডলার (ঋণ) আনলে সুদ দিতে হয়। কিন্তু নিজেদের দেশে বিনিয়োগ করলে দেশের টাকা দেশই থাকে, কেউ পয়সা তুলে নিয়ে চলে যায়নি- যোগ করেন প্রধানমন্ত্রী।
সরকার প্রধান বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে রিজার্ভ ছিল ২ দশমিক ৯ বিলিয়ন ইউএস ডলার। তাদের পাঁচ বছরে রিজার্ভ ৫ বিলিয়নের মতো বৃদ্ধি পেয়েছিল। অথচ সেই রিজার্ভকে ৪৮ বিলিয়নে নিয়ে গেছে তার সরকার।
এমকে