মন্তব্য
নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোয় বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় আরও চার দিন (১৬ নভেম্বর পর্যন্ত) ভ্রমণ করতে পারবেন না দেশি ও বিদেশি পর্যটকরা। শনিবার ( ১২ নভেম্বর) জেলা প্রশাসনের এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এ নিয়ে ষষ্ঠবারের মতো নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো সেখানকার প্রশাসন।
কারণ হিসেবে আগের মতোই বলা হয়েছে- রোয়াংছড়ি, রুমা ও থানচিতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহে বান্দরবান সেনানিবাসের রিজিয়ন কর্তৃক আধিপত্য বিস্তারমূলক টহল কার্যক্রম পরিচালনা ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তাই পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নিষেধাজ্ঞার মেয়াদ ১৬ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এমকে