মন্তব্য
চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
চালক নিয়ন্ত্রণ হারানোয় মিনি ট্রাক পড়ে গেল খাদে। আর এতে ট্রাকটির নিচে চাপা পড়ায় নিহতে হয়েছেন চালক, আহত হওয়ায় হাসপাতালে যেতে হয়েছে চালকের সহকারীকে। শনিবার (১২ নভেম্বর) দুপুর দুইটার দিকে দুর্ঘটনাটি ঘটেছে পাবনা চাটমোহর উপজেলার হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় চাটমোহর জারদিস মোড়- মান্নাননগর আঞ্চলিক সড়কে।
চালকের নাম রেজাউল করিম সরদার (৫০), তার বাড়ি চাটমোহর উপজেলার পাচুরিয়া গ্রামে। তার সহকারির নাম রাসেল রানা। জানা গেছে, খালি ট্রাকটি মান্নাননগরের দিকে যাচ্ছিল। চালককে মৃত অবস্থাতেই দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। চালকের সহকারিকে চাটমোহর সরকারি (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এমকে