শিরোপার লড়াইয়ে মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড

১৩ নভেম্বর ২০২২

শিরোপার লড়াইয়ে আজ মাঠে নামবে পাকিস্তান ও ইংল্যান্ড। আজকে এ ম্যাচের মাধ্যমে পর্দা নামবে টি-টোয়েন্টি এবারের আসরের। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল মহারণ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

 

মাঠে নামার আগে দুদলই বেশ আত্মবিশ্বাসী। উভয় দলের ওপেনরা বেশ ফুরফুরে মেজাজে আছেন। সেমিফাইনালে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ১০৫ রানের জুটি সহজ করে দেয় পাকিস্তানের জয়ের পথ। ভারতকে ১০ উইকেটে হারানোর ম্যাচে রীতিমতো ছেলেখেলা করেন অ্যালেক্স হেলস ও জশ বাটলার। তবে ইংল্যান্ড দলকে ভাবাচ্ছে মার্ক উড ও ডেভিড মালানের চোট। তাদের শেষ মুহূর্তে না পেলে বিকল্প তো আছেই।

 

মেলবোর্নের পিচে রান তোলা যত সহজ, বল হাতে আগুন ঝরানোর সম্ভাবনাও তত বেশি। পাকিস্তানের প্রধান ভরসা শাহিন শাহ আফ্রিদি, যিনি প্রস্তুত গতির গোলা নিয়ে। তাকে সঙ্গ দিতে হারিস রউফ, নাসিম শাহ আছেন। অপরদিকে ইংল্যান্ডের পেস আক্রমণের নেতৃত্ব স্যাম কারানের হাতে। ক্রিস ওকস, ক্রিস জর্ডানরা তৈরি পাকিস্তানের ভীত নাড়িয়ে দিতে।

 

২০১৬ সালে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ইংল্যান্ড। স্টোকসের বলে কার্লোস ব্রেথওয়েটের চার বলে চার ছয়ে সেই ফাইনাল হাতছাড়া হয় ইংলিশদের। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে প্রবল নাটকীয়তা শেষে বিশ্বকাপ ঘরে তোলে ইংল্যান্ড। সেটি বাড়তি প্রত্যয় জোগাবে তাদের।

 

২০১০ সালে একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ইংল্যান্ড। পাকিস্তান ২০০৯ সালে জিতে নিজেদের একমাত্র টি-টোয়েন্টি ট্রফি। এরপর গত ১৩ বছরে ফাইনালের আগেই বিদায় নিতে হয়। এবারের বিশ্বকাপ কার ঘরে ওঠে এটাই এখন দেখার বিষয়।

 

পাকিস্তানের সম্ভাব্য একাদশ :

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, হারিস রউফ।

 

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ :

জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, অ্যালেক্স হেলস, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, স্যাম কারান, ক্রিস জর্ডান, আদিল রশিদ।


মন্তব্য
জেলার খবর