অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক পেশায় নাম লেখাচ্ছেন অনেক অভিনেত্রী-অভিনেতা। নির্বাচন সামনে রেখে মাঠে নেমেছেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি। কিছুদিন আগেই মা হওয়ার খবর জানিয়েছিলেন। প্রতিটি নারীকে মাতৃত্বকালীন সময়ে বেশ সতর্কতার সঙ্গে থাকতে হয়। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার পরেও মাঠ নেতৃত্ব করতে দেখা গেল এই নায়িকাকে।
আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’র নেত্রী। একইসঙ্গে তিনি ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও কাজ করছেন। পদ প্রাপ্তির পর এবার মাহিকে দেখা গেল কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করতে।
সম্প্রতি মাহি নিজের ফেসবুকে পোস্ট দিয়ে তা জানিয়েছেন। নায়িকা বলেন, আজ তানোর উপজেলার প্রাণপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ৩নং পাঁচন্দর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, কৃষ্ণপুর ও গোদাগাড়ী উপজেলার বিবিডাইং, পাকড়ীমোড়, বারোঘাটি, কাঁকনহাট পৌরসভা, ললিতনগর বাজার এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করি। আপনাদের দোয়া ও ভালোবাসা আমার এগিয়ে যাওয়ার প্রেরণা।
আরআই