মন্তব্য
দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গ্রেগ বার্কলে। ২০২০ সালের নভেম্বরে প্রথমবারের মতো তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।
রোববার এক বিবৃতির মধ্যমে গ্রেগ বার্কলের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার খবর জানায় আইসিসি। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের প্রধান তাভেঙ্গওয়া মুকুহলানি এ বছরের নির্বাচনে অংশ নিলেও পরে নিজের নাম প্রত্যাহার করে নেন। তাতে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন বার্কলে।
নির্বাচিত হয়ে গ্রেগ বার্কলে বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়া আমার জন্য সম্মানের বিষয়। আমাকে সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ জানাই।’