বাজেট সহায়তা ২৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

১৩ নভেম্বর ২০২২

আবেদনের পরিপ্রেক্ষিতে দেশের অর্থনৈতিক সংকট কাটাতে বাজেট সহায়তা হিসেবে ২৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। এ ছাড়া দুই বছরের মধ্যে আরও ৭৫ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার  আশ্বাস দিয়েছে সংস্থাটি। রোববার (১৩ নভেম্বর) রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে ইআরডির সম্মেলন কক্ষে এক বৈঠকে বিষয়টি জানিয়েছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।  এর আগে শনিবার  ঢাকায় এসে পৌঁছান তিনি।

বর্তমানে মার্কিন ডলার বিনিময় মূল্য অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এ সহায়তার  পরিমাণ প্রায় ২ হাজার ১৫৫ কোটি টাকা। ৩০ বছরে ২ শতাংশ সুদসহ এ ঋণ পরিশোধ করতে হবে, এর মধ্যে  রেয়াতকাল থাকবে  পাঁচ বছর। গ্রিড ডিপিসি সিরিজের আওতায় এ ঋণ দেওয়া হচ্ছে।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি এবং শস্য এবং খাদ্যসহ আমদানি পণ্যের দাম বেড়ে গেছে।  ডলারের বিনিময় হারের অস্থিরতা এবং রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ায় নানামুখী চ্যালেঞ্জের মুখে রয়েছে সামষ্টিক অর্থনীতি। পরিস্থিতি মোকাবিলায় বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের কাছে ১০০ কোটি মার্কিন ডলার চেয়েছিল বাংলাদেশ।

এমকে


মন্তব্য
জেলার খবর