অবৈধ সব ইটভাটা বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ

১৩ নভেম্বর ২০২২

সাত দিনের মধ্যে দেশের অবৈধ সব ইটভাটা ও ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে এ কার্যক্রম বন্ধে বিবাদীদের নিস্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে এ রুলের জারি জবাব দিতে হবে তাদের। তাছাড়া দুই সপ্তাহের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন ও রুল জারি করেন। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ ও রুল জারি করা হয়। জনস্বার্থে রিটটি করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মো. ছারওয়ার আহাদ চৌধুরী, এখলাছ উদ্দিন ভূঁইয়া এবং সঞ্জয় মণ্ডল।

এমকে


মন্তব্য
জেলার খবর