ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে: প্রধানমন্ত্রী

১৪ নভেম্বর ২০২২

মাথাপিছু আয় এখন ২ হাজার ৮২৪ মার্কিন ডলার উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণের আর্থসামাজিক উন্নতি হচ্ছে; মাথাপিছু আয় বাড়ছে, ক্রয় ক্ষমতাও বৃদ্ধি পাচ্ছে।

রোববার (১৩ নভেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর ‘মেইড ইন বাংলাদেশ উইক-২০২২’ উদ্বোধন অনুষ্ঠানে এ সব কথা বলেন।

দেশের অভ্যন্তর বাজার সৃষ্টির তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন- শুধু রপ্তানি করলেই চলবে না, দেশের ভেতরেও বাজার সৃষ্টি করতে হবে। করোনাকালে সম্ভবানুযায়ী তৃণমূলে অর্থ বরাদ্দ দেওয়া ও সরবরাহ করেছে সরকার। ফলে মানুষের ভেতর হাহাকার আসেনি।

শেখ হাসিনা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের পদধ্বনি শোনা যাচ্ছে। যারা শ্রম দেয়, তাদেরকে আরো উন্নত প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে চায় তার সরকার। কারণ এখন প্রযুক্তির নতুন নতুন আবির্ভাবে এগিয়ে যাচ্ছে বিশ্ব। তাই প্রযুক্তিকে ব্যবহার করতে হবে, ৪র্থ শিল্প বিপ্লবের উপযুক্ত দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে। সে জন্য সরকার পদক্ষেপ নিয়েছে, উদ্যোক্তাও সৃষ্টি করছে বলেও জানান সরকার প্রধান। দেশেও বিনিয়োগের চমৎকার পরিবেশ থাকার বিষয়টিও প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রকাশ পায়।

এমকে


মন্তব্য
জেলার খবর