মালির সাহেল রাজ্যের মৌরা এলাকায় সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হয়েছেন কমপক্ষে ২০৩ জন। শুক্রবার মালির সামরিক বাহিনী গণমাধ্যমে এ খবর জানিয়েছে।
দেশটির সামরিক বাহিনী আরও জানায়, মালির সাহেলের মউরা এলাকায় ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ সামরিক অভিযান চালানো হয়। যাকে একটি ‘সন্ত্রাসী জাগরণ’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এ অভিযানে ৫১ জনকে গ্রেফতারের পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেখানে বলা হচ্ছে, মউরিতে বেসামরিক নাগরিকসহ কয়েক ডজন লোক নিহত হয়েছেন।
মালিতে ২ কোটি ১০ লাখ মানুষের বসবাস। ২০১২ সালে দেশটির বিভিন্ন এলাকায় জঙ্গি তৎপরতা ছড়িয়ে পড়ে। তখন থেকে এ পর্যন্ত জঙ্গি হামলায় হাজারো সেনাসদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংঘাতপূর্ণ এ পরিস্থিতিতে বিভিন্ন নির্যাতন-নিপীড়ন চালানোর অভিযোগ রয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধেও।