ব্যাটিংয়ে সেরা কোহলি, বোলিংয়ে হাসারাঙ্গা

১৪ নভেম্বর ২০২২

পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। রানার্নআপ হয়েছে পাকিস্তান। এ নিয়ে দ্বিতীয় বারের মতো সেরার মুকুট ইংলিশদের মাথায় উঠল।

 

এবারের বিশ্বকাপে ব্যাট হাতে সেরা হয়েছেন বিরাট কোহলি। মাত্র ৬ ম্যাচেই ২৯৬ রান করেছেন এ ভারতীয় ব্যাটিং জিনিয়াস। কোহলির পর নেদারল্যান্ডসের ওপেনার ম্যাক্স ও’দাউদ। তার সংগ্রহ ২৪২ রান। মূল পর্ব থেকে হিসাব ধরলে রান সংগ্রহে কোহলির পেছনে রয়েছেন আরেক ভারতীয় সূর্যকুমার যাদব। ১৮৯.৬৮ স্ট্রাইকরেটে ২৩৯ রান করেছেন তিনি। ইংলিশ অধিনায়ক জস বাটলারের সুযোগ ছিল কোহলি ও সূর্যকুমারকে টপকানোর। পাকিস্তানের বিপক্ষে ফাইনালে দারুণ শুরুর পর ১৭ বলে ২৬ রান করে আউট হয়ে যান বাটলার। এতে ৬ ম্যাচে তার সংগ্রহ দাঁড়িয়েছে ২২৫ রান। রান সংগ্রহে শীর্ষ এগারোতে আছেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। তিনি ৫ ম্যাচে ৩৬.০০ গড় ও ১১৪.৬৪ স্ট্রাইকরেটে ১৮০ রান করেছেন। লিটন দাস ৫ ম্যাচে এক ফিফটিতে ২৫.৪০ গড়ে ১২৭ রান করেছেন।

 

এদিকে বোলিংয়ে সেরা হয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কান লেগস্পিনার ৮ ম্যাচে ৬.৪১ ইকোনমি রেটে নিয়েছেন ১৫ উইকেট। তবে সুপার টুয়েলভসহ হিসাবটা ধরলে সর্বাধিক উইকেট স্যাম কারেনের। ৬ ম্যাচে ১১.৩৮ গড়ে ১৩ উইকেট নিয়েছেন কারেন। ইকোনমি রেট ৬.৫২। কারেনের সমান ১৩ উইকেট নেদারল্যান্ডসের বাস ডি লেইডার। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি নিয়েছেন ১২ উইকেট। মূলপর্ব থেকে সবচেয়ে বেশি উইকেটে নেওয়া অন্য বোলাররা হলেন এনরিক নরকিয়া (১১), শাহীন শাহ আফ্রিদি (১১), শাদাব খান (১১), আর্শদীপ সিং (১০) ও মার্ক উড (৯)। বাংলাদেশি বোলারদের মধ্যে সুপার টুয়েলভে সবচেয়ে বেশি উইকেট তাসকিন আহমেদের। ৫৪ ম্যাচে ১৬.৩৭ গড়ে ৮ উইকেট নিয়েছেন তাসকিন। ইকোনমি রেট ৭.২৭। তাসকিনের পর ভালো করেছেন হাসান মাহমুদ। হাসান ৪ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। ৫ ম্যাচে সাকিবের শিকার ৬ উইকেট।


মন্তব্য
জেলার খবর