বিএনপির চরিত্র অপপ্রচার চালানো উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এরা নানা রকম অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এখানে মানুষ যেন বিভ্রান্ত না হয়। সোমবার (১৪ নভেম্বর) দেশের জেলা পরিষদগুলোর নব নির্বাচিত প্রতিনিধিদের শপথ পাঠ অনুষ্ঠানে এ কথা বলেন। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (বিআইসিসি) এ অনুষ্ঠান হয়।
বিএনপির চেয়ারপার্সন ও তার ছেলের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, আমার বাবা-মা ভাইয়ের হত্যার সঙ্গে জিয়া (বিএনপির প্রতিষ্ঠাতা) জড়িত, এটা স্পষ্ট। গ্রেনেড হামলায় আইভি রহমানসহ আমাদের নেতাকর্মী হত্যায় খালেদা জিয়া-তারেক জিয়া জড়িত। ২০০১ সালের নির্বাচনের পর যেভাবে আমাদের নেতাকর্মীদের ওপর নির্যাতন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ওইভাবে কারও ওপর নির্যাতন করিনি। আমরা দেশ গড়ার কাজে মনোনিবেশ করেছি।
সরকার প্রধান বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এ দেশের মানুষকে কেউ এখন অবহেলার চোখে দেখে না। অথচ আগে বাংলাদেশ মানে দুর্ভিক্ষ, ঘুর্ণিঝড় ইত্যাদি ইত্যাদি বলতো।
জনপ্রতিনিধিদের উদ্দেশ প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বব্যাপী খাদ্যাভাব। এ দেশে যেন খাদ্যের অভাব না হয়, সে জন্য প্রতি ইঞ্চি জমিতে যে যা পারেন- উৎপাদন করেন। আমরা কারও কাছে হাত পাতবো না। নিজের পায়ে দাঁড়িয়ে আত্মমর্যাদা নিয়ে বিশ্ব দরকারে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ- যোগ করেন প্রধানমন্ত্রী।
এমকে