রাষ্ট্রপতিকে চিঠি দেবে ইসি

১৪ নভেম্বর ২০২২

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিজেদের অধীনেই রাখতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে চিঠি দেবে সাংবিধানিক এ প্রতিষ্ঠান। এ চিঠির অনুলিপি দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা সুরক্ষা বিভাগেও। সোমবার (১৪ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান নির্বাচন চার অন্যান্য নির্বাচন কমিশনারের একজন মো. আলমগীর। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের ব্রিফ করেন এ কমিশনার।

এনআইডি সেবা নিজেদের রাখার যৌক্তিকতা তুলে ধরে কমিশনার মো. আলমগীর বলেন, কাজটা প্রথম থেকে ইসি করে আসছে। এ বিষয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে,একটা প্রশিক্ষিত জনবল হয়েছে। ইসির কাছে থাকলে নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সুযোগ নেই।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা সুরক্ষা বিভাগে স্থানান্তরের প্রভাব সম্পর্কে বলেন, এটা নিয়ে গেলে সরকারের জনবল এবং টেকনিক্যাল অবকাঠামো করতে হবে। সে জন্য খরচের ব্যাপার আছে, তাছাড়া সময়সাপেক্ষও। তিনি জানান, এটা ভোটার আইডি কার্ড হিসেবে দেওয়া হয়েছে। যদিও পরে এটাকে জাতীয় পরিচয়পত্র নাম দেওয়া হয়েছে। কার্ডটি সরকার নিয়ে গেলে সে ক্ষেত্রে ওটাকে ভোটার আইডি কার্ড করে ফেলা হবে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর