মন্তব্য
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মায়ের নামে মসজিদ নির্মাণ করেছেন অভিনেত্রী রোজিনা। মসজিদের নাম রেখেছেন ‘দশ গম্বুজ খাদিজা জামে মসজিদ’। শুক্রবার জুমার নামাজের পর মসজিদটির উদ্বোধন করা হয়।
সেখানে রোজিনা ছাড়াও উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনসহ স্থানীয়রা। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে তুরস্কের নকশায় মসজিদটি নির্মাণ করা হয়েছে।
রোজিনা বলেন, ‘প্রায় দুই বছর সময় লেগেছে মসজিদটির কাজ সম্পন্ন করতে। কাজের ব্যস্ততায় গোয়ালন্দে খুব একটা আসা হয় না। তবে আমার অনুভূতিজুড়ে বিরাজ করে গোয়ালন্দ এলাকা। সেই অনুভূতি থেকেই মায়ের নামে মসজিদটি নির্মাণ করেছি। ইচ্ছা আছে সেখানে একটি চক্ষু হাসপাতালও করব।’