মন্তব্য
হজ গমন ইচ্ছুকদের ইমিগ্রেশন দেশের বিমানবন্দরেই হবে। ইমিগ্রেশন নিয়ে সৌদি আরবের বিমানবন্দরে হয়রানির শিকার হতে হবে না আর। এ সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, বৈঠকে সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চুক্তির খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।
নিরাপত্তা সহযোগিতা চুক্তির বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন- এর আওতায় সন্ত্রাসবাদ, মানবপাচার ও অর্থপাচার রোধ, মাদকদ্রব্য ও সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করা। সেই সঙ্গে সৌদি আরবে দক্ষ জনবল পাঠানো ও ভিসা সহজ করা,নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি করা।
এমকে