১৫ নভেম্বর শুরু হচ্ছে ৯টা-৪টা অফিস

১৪ নভেম্বর ২০২২

১৫ নভেম্বর (মঙ্গলবার) থেকে সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হবে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সব অফিসের কার্যক্রম। এর আগের দিন সোমবার পর্যন্ত চলছিল সকাল ৮ থেকে বিকাল ৩টা পর্যন্ত, বিদ্যুৎ সাশ্রয়ে গত ২৩ আগস্ট এ সূচি নির্ধারণ করা হয়েছিল। তবে শীতকাল শুরু হওয়ায় গত ৩১ অক্টোবর সেখান থেকে সরে এসে নতুন সূচি নির্ধারণ করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ওই সব সব অফিসের কার্যক্রম ।

 এদিকে ১৫ নভেম্বর থেকে ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। তবে আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল ৫টা পর্যন্ত। ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

এমকে


মন্তব্য
জেলার খবর