বাংলাদেশ ব্যাংককে পরিষ্কার ব্যাখ্যা দেওয়ার নির্দেশ

১৪ নভেম্বর ২০২২

সংকট না থাকলেও ব্যাংকে তারল্য (ক্যাশ টাকা) নিয়ে ছড়ানো গুজবের বিষয়ে বাংলাদেশ ব্যাংককে পরিষ্কার ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠকে  এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৪ নভেম্বর) রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয় , সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের  ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব।

প্রসঙ্গ, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রটেছে- ব্যাংকে তারল্য সংকট দেখা দিয়েছে। তাই আমানত তুলে নেওয়া উচিত। এদিকে কেন্দ্রীয় ব্যাংক এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক নানা খবর প্রচারিত হচ্ছে। এ সংক্রান্ত খবর সঠিক নয়। কারণ ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে, তারল্যের কোনও সংকট নেই। ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর