তিন কারণে সামনে সংকট

১৫ নভেম্বর ২০২২

তিন কারণে আগামী বছর বিশ্বে সংকট দেখা দিতে পারে। এ শঙ্কা প্রকাশ করেছে মন্ত্রিসভা। আর সংকট মোকাবিলায় খাদ্য উৎপাদন বাড়ানোসহ ৬টি দিক নির্দেশনা দেওয়া হয়েছে, নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৪ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকের আলোচনায় এ প্রসঙ্গ ওঠলে শঙ্কা প্রকাশ করা হয় ও নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হয়, সভাপতিত্ব করেন শেখ হাসিনা।

কারণ তিনটি হচ্ছে- ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব, করোনা পরিস্থিতি থেকে উত্তরণ এবং চীনের পণ্য আসা কমে যাওয়া। ছয় দিক নির্দেশনার মধ্যে আছে– খাদ্য উৎপাদন বাড়ানো, বিদেশে  দক্ষ শ্রমিক পাঠানো, রেমিট্যান্স বৃদ্ধির উদোগ নেওয়া, বিদেশি বিনিয়োগ বাড়ানো, খাদ্য মজুত ঠিক রাখা এবং খাদ্য আমদানিতে উৎসে কর বাদ দেওয়া।

এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, খাদ্য উৎপাদন সবাইকে বাড়াতে হবে। বিভিন্ন শস্যের নতুন নতুন জাত উদ্ভাবন করতে হবে সংশ্লিষ্টদের। রেমিট্যান্স বৃদ্ধির জন্য দক্ষ শ্রমিক পাঠাতে হবে বিদেশে। আর দেশে রেমিট্যান্স পাঠানোর বিষয়টি আরও সহজ করতে হবে। বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে দেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে হবে। তৃতীয় পক্ষ বাদ দিয়ে সরাসরি বিদেশ থেকে খাদ্যপণ্য আমদানি করতে হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর