বিচ্ছেদ গুঞ্জনের মধ্যে সানিয়াকে শুভেচ্ছায় ভাসালেন মালিক

১৫ নভেম্বর ২০২২

কিছুদিন আগেও তাদের বিচ্ছেদের গুঞ্জনে ছেয়ে যায় খেলার জগৎ। অনেকের দাবি, শোয়েব মালিক ও সানিয়া মির্জার নাকি বিবাহবিচ্ছেদ হয়ে গেছে! গুঞ্জন নিয়ে এখনও তারা কেউ মুখ খোলেননি। তবে তার মাঝেই স্ত্রী সানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শোয়েব। টুইটারে লিখলেন, ‘‘তোমার জীবন সুখের হোক।’’

 

মঙ্গলবার সানিয়ার ৩৬তম জন্মদিন। ভারতীয় টেনিস তারকাকে টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্বামী শোয়েব। পাক ক্রিকেটার টুইটারে লিখেছেন, ‘‘সানিয়া, শুভ জন্মদিন। তোমার জীবন সুখে ভরে উঠুক। সুস্বাস্থ্যের অধিকারী হও, এ কামনা করি। আজকের দিনটা দারুণভাবে উপভোগ করো।’’

 

তিনটি মাত্র লাইনে সানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শোয়েব। তাদের বিচ্ছেদের জল্পনাকে যা আলাদা মাত্রা দিয়েছে। বিচ্ছেদ কি তবে হয়েই গেছে? সেই জল্পনাই কি আরও উস্কে দিলেন পাক ক্রিকেটার? নাকি, সব কিছুই স্বাভাবিক? কোনও সমস্যা নেই বলেই এ ভবে শুভেচ্ছা জানালেন স্ত্রীকে? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সানিয়া-শোয়েবের অনুরাগীদের মনে।

 

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই কিছুদিন আগে সানিয়া ও শোয়েবের এক সঙ্গে একটি ‘টক শো’-তে হাজির হওয়ার কথা ঘোষণা করা হয়। শনিবার রাতে ‘উর্দুফ্লিক্স’ নামে একটি ওটিটি মাধ্যমে এই ঘোষণা হয়। অনুষ্ঠানটির নাম ‘দ্য মির্জা মালিক শো’।

 

সূত্রের দাবি, এই শো-এর জন্যই বিচ্ছেদের কথা এখনও আনুষ্ঠানিক ভবে ঘোষণা করছেন না ভারত-পাক তারকা জুটি। তাতে আইনি সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, নামপ্রকাশে অনিচ্ছুক সানিয়া-শোয়েবের এক ঘনিষ্ঠ বন্ধু বলেছেন, “দু’জনের বিচ্ছেদ হয়ে গেছে। তারা এখন আলাদা থাকাও শুরু করে দিয়েছেন। এর বেশি এখন আর কিছুই বলতে পারব না।”


মন্তব্য
জেলার খবর