আ.লীগের জাতীয় সম্মেলন ডিসেম্বরে

০২ এপ্রিল ২০২২

তিন বছর পর পর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হয়। সেই হিসেবে আগামী ডিসেম্বর সম্মেলনের নির্ধারিত সময়। তাই নির্ধারিত সময়কে সামনে রেখে সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে দলটি। শনিবার (২ এপ্রিল) দলের প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়নের জন্য বই বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। সামনের সম্মেলনটি হবে দলটির ২২তম জাতীয় সম্মেলন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম চলমান রয়েছে। আগামী ২০২৩-২৪ সালের ডিসেম্বর বা জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। সংসদ নির্বাচন এবং দলের  সম্মেলন —দুটি বিষয়ই গুরুত্বপূর্ণ। এ দুটোকে সামনে রেখে দলকে আরো সুসংগঠিত সুশৃঙ্খল, আধুনিক ও স্মার্টার করে গড়ে তোলা হবে। নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে অংশ নেবে দল।

ওবায়দুল কাদের বলের, দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে সারা দেশে সদস্য সংগ্রহ ও নবায়ন শুরু করতে হবে। এ কার্যক্রমকে জোরদার করার জন্য সব শাখাকে বলা হচ্ছে। একই সঙ্গে বিভাগীয় সাংগঠনিক টিম, বিভাগ, মহানগর, জেলার নেতাদেরকে মেয়াদোত্তীর্ণ সব শাখার কাউন্সিল সম্পন্ন ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর