বর্তমানে ‘পাঠান’ ছবির জন্য মেদহীন শরীরে ভক্তদের নজর কেড়েছেন শাহরুখ খান। তবে প্রায় ১৫ বছর আগে ‘ওম শান্তি ওম’ ছবির জন্য সিক্স প্যাক অ্যাবস বানিয়েছিলেন শাহরুক খান। ‘দরদে ডিস্কো’ গানে শাহরুখের নিমের্দ, পেশিবহুল শরীর মাথায় সেফটি হেলমেট। সেই প্রথম বার তাঁর শরীরী আবেদন বড় পর্দায় দেখেছিল দর্শকরা। তবে জানেন কি, ওম শান্তি ওম ছবির সেটে প্রতি সপ্তাহে শাহরুখকে পোশাক খুলতে বাধ্য করতেন ফারহা খান।
শাহরুখ-ফারহার বন্ধুত্ব অনেক দিনের। ফারহার পরিচলনায় যে ক’টি ছবি করেছেন তার সবক’টি সুপার ডুপার হিট। ‘ম্যায় হু না’-র পর এ ছবিতে কাজ করে শাহরুখ-ফারহা। ‘ওম শান্তি ওম’ মুক্তি পায় ২০০৭ সালে ৯ নভেম্বর। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে এ ছবি। আর এ ছবিতে এক কথায় মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছিল শাহরুখকে।
ছবিটির চিত্রনাট্যকার মুস্তাক শেখ জানান, ফারহা খান প্রতি সপ্তাহে শাহরুখের পোশাক খুলিয়ে অ্যাবস দেখতেন। তবে মাত্র তিন মাসের মধ্যে অঘটন ঘটালেন কিং খান। যেমনটা ফারহা চাইছিলেন ‘দরদে ডিস্কো’ গানের জন্য তেম ভাবে ফারহার সামনে এলেন শাহরুখ। তবে ওই চেহারা পেতে বেশ ঝক্কি পোহাতে হয়েছিল শাহরুখকে। শুটের ফাঁকে বিশ্রাম নয়, সেই সময়টা পর্যন্ত শরীরচর্চা করতে হয় তাকে।
সূত্র: আনন্দবাজার