এখন ২২ তলার আগুনও নেভাতে সক্ষম ফায়ার সার্ভিস: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ নভেম্বর ২০২২

ফায়ার সার্ভিসের আধুনিকায়নে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ফায়ার সার্ভিস এখন ২২ তলা পর্যন্ত উঁচু ভবনের আগুন নেভাতে সক্ষম। সক্ষমতা বাড়ানোর কারণে সরকারের এ প্রতিষ্ঠান আজ ঘুরে দাঁড়িয়েছে। এক সময় ‘দমকল’ বলে অবহেলা করলেও এখন ফায়ার সার্ভিসকে দুঃসময়ের বন্ধু মনে করেন  সবাই। ফায়ার ফাইটাররা এখন জীবনের ঝুঁকি নিয়ে জান-মাল রক্ষার দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী ঢাকার মিরপুরে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে এ  অনুষ্ঠান হয়। অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফায়ার সার্ভিসের জনবল ৩০ হাজারে উন্নীত করতে অর্গানোগ্রাম পুনর্গঠনের কাজ হাতে নেওয়া হয়েছে। এ প্রতিষ্ঠানের কর্মীদের দক্ষতা বাড়াতে ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করতে দেশেই বিশ্বমানের সুবিধা সংবলিত বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার অ্যাকাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ অ্যাকাডেমিতে একসঙ্গে এক হাজার সদস্যকে উন্নত প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে।

মন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেন, ২০০৯ সালে  বহুতল ভবনে কাজ করার মতো  একটি ৪৭ মিটারের পুরনো গাড়ি ছিল ফায়ার সার্ভিসের। বর্তমানে বহুতল ভবনে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজের জন্য ২৮টি উঁচু মইয়ের গাড়ি আনা হয়েছে। সম্প্রতি বিশ্বের সর্বাধিক উচ্চতায় আগুন নেভানোর ৬৮ মিটারের লেডার সংবলিত গাড়ি ফায়ার সার্ভিসের যান্ত্রিক বহরে যোগ করা হয়েছে। ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সের সংখ্যা ৬৩টি থেকে ১৯০টিতে উন্নীত করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব স্টেশনে  অ্যাম্বুলেন্স দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর