মন্তব্য
আগামী ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ করবে বিএনপি। সমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি নির্ভর করছে গোয়েন্দা সংস্থার রিপোর্টের ওপর। গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যে ঝুঁকি বিশ্লেষণ করে তাদের সমাবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার মো. ফারুক হোসেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানী ঢাকায় মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা বলেন।
উপপুলিশ কমিশনার বলেন, ঢাকা বিভাগে গণসমাবেশ করার অনুমতির জন্য বিএনপির নেতারা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেছেন। তাছাড়া অনুমতি চেয়ে একটি আবেদনও করেছেন। কবে নাগাদ অনুমতি দেওয়া যাবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলেওে জানান ডিএমপির এ কর্মকর্তা।
এমকে