নতুন দামে বিক্রি হচ্ছে আটা, কেজিতে বেড়েছে ৪-৬ টাকা

১৫ নভেম্বর ২০২২

বাজারে নতুন দামে আটা বিক্রি হচ্ছে। প্যাকেটজাত ও খোলা দুই ধরণের ক্ষেত্রে আগের চেয়ে ৪ থেকে ৬ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। এ নিয়ে ভোক্তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

কয়েকটি বিপণনকারী কোম্পানি আটার দুই কেজির প্যাকেটের মূল্য ১৪৪ টাকা নির্ধারণ করেছে। আগের দর ছিল এর চেয়ে ১২ টাকা কম। সে হিসাবে কেজিতে দাম বেড়েছে ৬ টাকা। মানভেদে প্রতি কেজি খোলা আটা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে,  এক বছরে আটার দাম প্যাকেটের ক্ষেত্রে ৬৩ ও খোলার ক্ষেত্রে ৮১ শতাংশ বেড়েছে।

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেশে গম আমদানি কম হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, অক্টোবরের শেষ দিকে আটার মিলগুলোতে সরবরাহ কমে যায়। এখন সরবরাহ পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে থাকলেও দাম বাড়ছে। আটার দাম বৃদ্ধির পাশাপাশি গোখাদ্য গমের ভুষির দামও বেড়েছে। কোম্পানি ভেদে  প্রতি বস্তায় ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে ভুষির দাম।

এমকে


মন্তব্য
জেলার খবর