মন্তব্য
বিশ্ব বাজারে দাম বেড়েছে, তাই আপাতত তেলের দাম কমানোর সুযোগ নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বলেছেন, তবে কৃষকের স্বার্থে সারের দাম আর বাড়াবে না সরকার। মঙ্গলবার (১৫ নভেম্বর) ঝিনাইদহের মহেশপুর উপজেলার মথুরা এলাকায় স্বর্ণা জাতের নমুনা ধান কর্তন পর্যবেক্ষণকালে এ কথা বলেন।
মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন- খাদ্যে কোনো মানুষ যাতে কষ্ট না পায়, সে জন্য সব সময় চেষ্টা করছে সরকার । উৎপাদন না হলে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়, তখন এ দেশে দাম বাড়ে। তাই পেঁয়াজের উৎপাদন আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। যদিও পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ । এ সময় স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, জেলা প্রশাসক মনিরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।