ফের বিয়ে করলেন ভুবন বাদ্যকর!

০২ এপ্রিল ২০২২

‘কাঁচা বাদাম’ গান দিয়ে ভাইরাল হওয়া ভুবন বাদ্যকর অংশ নিয়েছেন রিয়েলিটি শো ‘ইসমার্ট জোড়ি’তে। সুপারস্টার জিৎ সঞ্চালিত এ শো'তে প্রথমবারের মতো স্বামীর হাত ধরে ক্যামেরার সামনে আসলেন ভুবনের স্ত্রী। নিজেদের দাম্পত্য জীবনের নানান অজানা কথা জিতের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারা।

 

চলতি সপ্তাহে স্টার জলসার শো ‘ইসমার্ট জোড়ি’তে বিয়ে স্পেশ্যাল সপ্তাহ। বীরভূমের কুড়ালজুলির বাসিন্দা ভুবন বাদ্যকর জিতকে জানান, ৩০ বছর আগে গরুর গাড়ি চড়ে বিয়ে করতে গিয়েছিলেন। বউকে ভালোবেসে আদুরী বলে ডাকেন।

 

কিছুটা আক্ষেপের সুরেই তার স্ত্রী জানান, বিয়ের সময় সব শখ-আহ্লাদ পূরণ হয়নি তাদের। স্বভাবতই আর্থিক স্বচ্ছলতা ছিল না।

 

এবার সেই দায়িত্ব কাঁধে তুলে নেন জিত। শোতে টুকটুকে লাল শাড়িতে সেজে হাজির আদুরী দেবী মালা পরান স্বামীর গলায়। বিয়ের সব আচার-অনুষ্ঠান মঞ্চে ফের পালিত হয়। বরের সঙ্গেই ফের বিয়ে সেরে লাজে রাঙা ভুবন-ঘরণী।


মন্তব্য
জেলার খবর