বিশ্বকাপ চলাকালীন জঙ্গি হামলার ছক কষছে আইএস!

১৬ নভেম্বর ২০২২

দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। ক’দিন বাদেই পর্দা নামবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবলের এ আসরের। বিশ্বকাপ উপলক্ষ্যে সেজে উঠেছে কাতার। বিশ্ববাসীকে স্বাগত জানাতে প্রস্তত দেশটি। এরই মধ্যে আইএস জঙ্গী গোষ্টির হামলা করার আশঙ্কা সামনে এলো। স্প্যানিশ সংবাদপত্রের এক খবর অনুযায়ী, ইসলামিক স্টেট (আইএস)-এর সমর্থকেরা বিশ্বকাপ চলার সময় কাতারে জঙ্গিহানার ডাক দিয়েছে।

 

ওই পত্রিকায় আরো জানানো হয়, কিছু আইএস সমর্থক মোবাইল অ্যাপ ‘টেলিগ্রাম’-এর মাধ্যমে সন্ত্রাসের এ ডাক দিয়েছে। বিশ্বকাপ চলার সময় জঙ্গিহানার কথা বলেছে তারা। বিশ্বকাপের সময় এ গোষ্ঠীর লক্ষ্য হলো সে সব দেশ, যারা বিশ্বমঞ্চে আইএস-এর বিরোধিতা করে এসেছে। যেমন, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স। শুধু সে সব দেশের ফুটবলারদের উপরে আক্রমণের কথাই বলা হয়নি। ওই সব দেশ থেকে যে সব দর্শক কাতারে খেলা দেখতে এসেছেন, তাদের উপরেও হামলার ডাক দেওয়া হয়েছে।


মন্তব্য
জেলার খবর