মন্তব্য
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মাসকান্দায় এলাকায় বিএমএস ইটভাটার ম্যানেজার শ্যামল চন্দ্র দাসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত হওয়ায় মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান এ আদেশ দেন। ইটভাটার লাইসেন্সের মেয়াদ না থাকা ও ইটভাটায় জ্বালানী হিসেবে লাকড়ি মজুদ করার অপরাধে এ জরিমানা করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
সাদ্দাম হোসেন/এমকে