জমি রক্ষায় সংবাদ সম্মেলন

০২ এপ্রিল ২০২২

বগুড় প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে নিজের ভোগ দখলে থাকা জমি রক্ষার জন্য সংবাদ সম্মেলন করেছেন আব্দুল হাই নামের এক ব্যক্তি। তার দাবি, জাল দলিলের মাধ্যমে জমিটি দখলে নিতে ভয়ভীতি দেখানোসহ চেষ্টা করছে তারই স্বজনদের একটা অংশ। শনিবার (২ এপ্রিল) বিকালে শেরপুর উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়। আব্দুল হাই উপজেলা শাহ-বন্দেগী ইউনিয়নের উচরং গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

লিখিত বক্তব্যে আব্দুল হাই বলেন, উপজেলার উচরং মৌজায় জেএলনং ৮৯, এমআরআর খতিয়ান ১৮৬, সাবেক দাগ ৫৬৭,১১৯৭ দাগে ৪১ শতক জমি রয়েছে তাদের। জমিটি তার দাদা মহির উদ্দিনের। মহির উদ্দিনের ২ ছেলে জামাল ও আকবর আর ময়জান নামের এক মেয়ে রয়েছে। মারা যাওয়ার আগে মহির উদ্দিন জমিটি কাউকে রেজিষ্ট্রি করে না দিলেও তার দ্বিতীয় স্ত্রী চুম্বলী বিবি ওই জমি সংক্রান্ত একটি দলিল দেখাচ্ছেন এখন। ১৯৬৫ সালের ২৪ এপ্রিল সম্পাদন করা এ দলিলের নম্বর ৩৭৬০। পরবর্তীতে ওই জমির দলিলের দাতা হিসেবে চুম্বলী বিবি তার সৎ ছেলে আকবর ও কন্যা ময়জানকে গ্রহীতা হিসেবে দেখান। দলিলটির অস্তিত্ব ভূমি সংশ্লিষ্ট কোনো অফিসে খুজে পাওয়া যায়নি।

বর্তমানে জমিটি দখল করতে আকবর, ময়জানসহ কয়েকজন নানাভাবে তাকে ভয়ভীতি দেখিয়ে বেড়াচ্ছে। এ বিষয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া আছে। সংবাদ সম্মেলনে জমিটি রক্ষার পাশাপাশি জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

দীপক কুমার সরকার/এমকে


মন্তব্য
জেলার খবর