বিএনপির আন্দোলন নিয়ে কে, কোথায় কী বললো তা না ভেবে লক্ষ্যে অটুট থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, এবার বিজয় অর্জন করতেই হবে। এর কোনও বিকল্প নেই। বুধবার ( ১৬ নভেম্বর) রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন।
বিএনপির সমাবেশে জনসমাগম টেনে মির্জা ফখরুল বলেন, চলমান বিভাগীয় সমাবেশগুলোতে সর্বস্তরের মানুষ খেয়ে না খেয়ে, খোলা আকাশের নিচে দিন-রাত অতিবাহিত করে সমাবেশ সফল করছেন। আমরা কঠিন সময় পার করছি। এ লড়াই-সংগ্রামের আগ্নেয়গিরির মধ্য দিয়ে মানুষ যেভাবে ফুঁসে উঠছে তাতে বিজয় হবেই।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। আরও বক্তব্য দেন– দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকতউল্লাহ বুলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।
এমকে